দুর্নীতি, তোলাবাজির অপরাধে দল থেকে অপসারিত বিজেপি নেতা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৮শে সেপ্টেম্বর, ২০২০: দুর্নীতি, তোলা আদায় সহ একাধিক অনৈতিক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগের কারনে বিজেপির ফালাকাটার আবুল হোসেন নামে এক নেতাকে ভারতীয় জনতা পার্টির সকল দায়িত্ব থেকে তাকে সরিয়ে দল থেকে বহিষ্কার ঘোষণা করল আলিপুরদুয়ারের বিজেপি জেলা কমিটি। আবুল হোসেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির বিজেপির দলের পক্ষে নির্বাচিত সদস্য। আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্রী দীপক বর্মন টিএনআই কে জানান, “আবুল হোসেন দলের নির্বাচিত সদস্য হিসাবে তার দায়িত্ব বর্তায় জনগণের প্র্তি ও দলের প্রতি। তার বিরুদ্ধে দুর্নীতি, তোলা আদায় সহ একাধিক অনৈতিক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ আসে দলের কাছে এরপর দল তাকে কারণ দর্শাতে বলা হলে তার জবাবে দল সন্তুষ্ট না হয়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়। যথারীতি এরপর জেলা সভাপতির আদেশক্রমে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। বিজেপিতে দুর্নীতি তোলাবাজদের কোন স্থান নেই”। এবিষয়ে টিএনআই এর পক্ষ থেকে আবুল হোসেন এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তার দুটি ফোনই সুইচ অফ থাকায় তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)