স্ত্রীর কিডনি দানে স্বামীকে বাঁচানোর আশায় কলকাতা রওনা দিচ্ছে পরিবার
টি.এন.আই নিউজ সার্ভিস (টি.এন.এস)
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২২শে সেপ্টেম্বর, ২০২০: শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানা যায় শিলিগুড়ির শহরের জলপাইগুড়ি জেলার মধ্য শান্তিনগরের বাসিন্দা টুবাই ভট্টাচার্য্য (৩৪)। বর্তমানে ইনি কিডনির জটিল রোগে আক্রান্ত। তাই তার কিডনি প্রতিস্থাপন খুবই জরুরী এবং প্রস্তুতি শুরু করেছে তার পরিবার। তার স্ত্রী স্বামীকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ও তার প্রস্তুতিও চলছে। টুবাই ভট্টাচার্য্য একটি বেসরকারী সংস্থার কর্মী। এই ব্যয়বহুল চিকিৎসা করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে তার বেসরকারী হাসপাতালে ডাইলাসিস চলছে। ইতিমধ্যেই তার চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। তার স্ত্রী মনিকা ভট্টাচার্য্য স্বামীর চিকিৎসা ও দশ বছরের সন্তানকে নিয়ে বর্তমানে খুব অসহায় অবস্থার মধ্যে আছে। এদিকে ডাক্তারের পরামর্শ মত স্বামীর দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিন্তু তার জন্য প্রয়োজন প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার। আগামীকাল চিকিৎসার জন্য কোলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। তার স্ত্রী মনিকা ভট্টাচার্য্য স্বামীকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তাই আজ অর্থাৎ ২২শে সেপ্টেম্বর ২০২০তে শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করার জন্য পরিবারের হাতে ৪,০০০/- (চার হাজার) টাকা তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ শ্রী শুভ রঞ্জন সাহা, সুরজিৎ সাহা এবং সভাপতি শ্রী সঞ্জয় সাহা।
ছবি: শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি