শুরু হল উত্তরবঙ্গে প্রথম এসডিসিএ পরিচালিত অনলাইন আন্ত জেলা ক্যারম প্রতিযোগিতা
টি.এন.আই নিউজ সার্ভিস (টি.এন.এস)
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ১৪ই সেপ্টেম্বর, ২০২০: গতকাল থেকে শুরু হয়েছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারম (২৯”) অ্যাসোসিয়েশন পরিচালিত উত্তরবঙ্গের প্রথম অনলাইন আমন্ত্রণমূলক লাইভ আন্ত জেলা ক্যারাম ডাবলস প্রতিযোগিতা। লকডাউন হওয়ার পর থেকে খেলাধুলার জগতে একটা বড় শুন্যতার সৃষ্টি হয়েছে। ক্যারম প্রতিযোগিতা আয়োজনেও এর ব্যাতিক্রম হয়নি। তবে যেহেতু এটি কোন শারীরিক স্পর্শের খেলা নয়, এই সুত্র কে কাজে লাগিয়ে এক উদ্ভাবনমূলক অনলাইন ক্যারাম প্রতিযোগিতা আয়োজন করতে সফলতা পেয়েছে দেশে ছড়িয়ে থাকা অনেক স্বীকৃত ক্যারাম সংস্থা। এই জায়গায় এইবার শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারম (২৯”) অ্যাসোসিয়েশনও নিজেদের নাম লেখালো। এই প্রতিজগিতায় অংশগ্রহণ করছে যে টিম গুলো তারা হল ১) মেদিনীপুর ম্যাস্ট্রোস ২) হাওড়া হকস ৩) পুরুলিয়া প্যান্থারস ৪) পোস্টাল রিক্রিয়াশন ক্লাব (কলকাতা) ৫) লাইফ ইনস্যুরেন্স এমপ্লোইজ স্পোর্টস ক্লাব (কলকাতা) ৬) হুগলী হুলিগ্যান্স এবং ৭) শিলিগুড়ি স্পার্টান্স। মোট ৪টি গ্রুপে প্রতিটি টিম কে ভাগ করা হয়। প্রথম দিন প্রথম রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়। এই রাউন্ডে বিজয়ী দলেরা হল হুগলী হুলিগ্যান্স – এ, পুরুলিয়া প্যান্থারস – বি, পোস্টাল রিক্রিয়াশন ক্লাব (কলকাতা), পুরুলিয়া প্যান্থারস – এ, এবং হুগলী হুলিগ্যান্স – বি দল।