দল পরিবর্তন নিয়ে ধন্ধে তৃনমূল – বিজেপি, চলছে চাপানউতোর ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৩১শে অগাস্ট, ২০২০: নির্বাচন যত এগিয়ে আসছে ততোই বাড়ছে রাজনৈতিক কর্মকাণ্ড। অন্য দল থেকে কে নিজের দলে বেশী সংখ্যক কর্মী সমর্থকদের যুক্ত করতে পারে তারই এক প্রতিযোগিতা চলছে ফালাকাটা জুড়ে। একদল অপর দল থেকে ভাগিয়ে নিয়ে নিজের দলের কর্মী সংখ্যা বারাছে। এই প্রতিযোগিতায় নেমে নিজেদের প্রচার করতে মরিয়া হয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। সেই কারণে প্রত্যেক দিন কিছু কিছু এদল থেকে ও দল ও দল থেকে এ দলে। বিভিন্ন সময়ে প্রচারের জন্য কেউ কেউ আবার নিজের দলের লোকদেরই হাতে ঝান্ডা ধরিয়ে দিচ্ছে এর ফলে বাড়ছে বিতর্ক। এরকমই এক ঘটনা ঘটলো ফালাকাটা ব্লকের পারঙ্গেরপার অঞ্চলে। তৃণমূলের কিছু দলীয় কর্মী তারা নাকি বিজেপিতে যোগ দিয়েছে এমনই দাবি করছে বিজেপি, কিন্তু সেই কর্মীদের নাম প্রকাশ করিনি বিজেপি, এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। অপরদিকে তৃণমূলের পারঙ্গের পার অঞ্চল সভাপতি প্রদীপ ঘোষ দাবি করেন যে বিজেপি এটা মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। তৃণমূলের কোনো কর্মী ও সমর্থক তারা কেউই বিজেপিতে যোগদান করেননি এবং বিজেপির এই প্রচার সম্পূর্ণ রকম ভুল এবং বিভ্রান্তিকর, বিজেপি শুরু থেকেই মিথ্যা প্রচার চালিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আসছে বিজেপি একটি মিথ্যাচারের দল। আমাদের এই অঞ্চলের বুথ সভাপতি তারা সকলেই আমার সাথে এবং আমার পাশে আছে। ১৩/১৯৫ নম্বর অংশের বুথ সভাপতি অখিল সরকার ১৩/৯৪ নম্বর অংশের বুথ সাধন ভদ্র বলেন, বিজেপি আমাদের নামে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে এবং এই এলাকায় তারা বিভ্রান্তি মূলক প্রচার চালিয়ে মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এখানে তাদের কোনো কর্মী সমর্থক নেই। তারা নিজেরাই বাইরে থেকে তাদের এনে নিজেদের কি কিছু কর্মীদের এনে তাদের হাতে তাদের বিজেপির দলীয় পতাকা ধরিয়ে তারা প্রচার চালাচ্ছে যে তৃণমূল থেকে যোগদান করেছে এটা সম্পূর্ণ বিভ্রান্ত মুলক আমরা এর বিরোধিতা করছি এবং রাজনৈতিকভাবে আমরা এর প্রতিবাদ করছি। বরং বিজেপি থেকে বেশকিছু কর্মী সমর্থক তারা তৃণমূলে যোগদান করছে তৃণমূলের উন্নয়ন দেখে। ফালাকাটা পারঙ্গের পার অঞ্চল সভাপতি প্রদীপ ঘোষ বলেন, বিজেপির শক্তি দিনে দিনে কমে আসছে। বিজেপির প্রচুর কর্মী সমর্থক তারা আজ তৃণমূলে যোগদান করে সক্রিয় ভূমিকা পালন করকছে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)