শিলিগুড়ি সমব্যাথী এগিয়ে এলো ক্যান্সারে আক্রান্ত জ্যোৎস্নাময়ী গার্লসের দুঃস্থ ছাত্রীর সাহায্যে
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ৩০শে অগাস্ট, ২০২০: আজ শিলিগুড়ি সমব্যাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অর্পিতা বসাক (১৬) শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুলের দশম শ্রেণীর এক দুঃস্থ ছাত্রীকে তাদের ভক্তিনগরের ভাড়া বাড়িতে গিয়ে ২০/২৫ দিনের চাল, ডাল, আটা, সোয়াবিন তেল, সোয়াবিন, ডিম, পুষ্টিকর পানীয় ইত্যাদি পরিবারের হাতে তুলে দিয়ে সাহায্য করা হল। বর্তমানে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে দুঃস্থ ছাত্রী অর্পিতা বসাকের। শিলিগুড়ি সমব্যাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে টিএনআই কে জানান ছাত্রীটির মা – বাবার পক্ষে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই মেয়েটিকে বাঁচিয়ে তুলতে তার মা – বাবা (বিশ্বজিৎ বসাক ও আলপনা বসাক) সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন মেয়েটিকে উঃ বঃ মেডিকেল কলেজ থেকে ছুটি দেওয়া হয়েছে। আগামী মাসে আবার কেমোথেরাপি হবে। বর্তমানে তাদের খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে এবং অসুস্থ মেয়েকে ডাক্তারের পরামর্শ মত খাবার তারা দিতে পারছে না। তাই আজ শিলিগুড়ি সমব্যাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাদের সাহায্য করা হল। উপস্থিত ছিল শুভ রঞ্জন সাহা, শুভজিৎ দত্ত ও সঞ্জয় সাহা। এছাড়া সঞ্জয়বাবু জানান যে, – চিকিৎসার খরচ বহন করার জন্য অনেক মানুষ আর্থিক সহযোগিতা করতে আগ্রহী। তাই অনলাইন মানি ট্রান্সফারের সুবিধার জন্য সংস্থার পক্ষ থেকে অর্পিতার মায়ের নামে একটি ব্যাঙ্ক একাউন্ট খুলে দেওয়া হবে, তার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ছবি: শিলিগুড়ি সমব্যাথী ওয়েলফেয়ার সোসাইটি