আনলক ৪ শুরু হওয়ার আগেই আসামের বতদ্রাওয়া উদ্বোধন হল বিভিন্ন দুটি রাস্তা

বাংলাডেস্ক, টী.এন.আই, বতদ্রাওয়া (আসাম), ২৯শে অগাস্ট, ২০২০:  সারা দেশে আনলক ৩ চলছে। এই অবস্থায় সেপ্টেমবরে আনলক ৪ শুরু হবে। এই সময়ে গতকাল আসামের বতদ্রাওয়া কেন্দ্রের জামুগুরি কুঞ্জিদা পঞ্চায়েতের গোর্কাপ্তানি (রোড) বিভাগের তত্ত্বাবধানে, ২০১৯ -২০ অর্থবর্ষে পাস হয়ে থাকা দুটি রাস্তা উদ্বোধন হয়। উল্লেখ্য এই রাস্তাগুলির কাজ লকডাউনের ফলে থমকে যাওয়ায় এলাকার মানুষের নাজেহাল অবস্থা হয়েছিল। এই রাস্তাগুলি উদ্বোধন করেন আসাম বিধান সভার বিধায়ক শ্রীমতী অঙ্গুরলতা ডেকা। এই উপলক্ষে তিনি সংবাদ মাধ্যম কে জানান এই রাস্তা নির্মাণের জন্যে বিধায়ক তহবিল থেকে আর্থিক ভাবে সাহায্য করা হয়েছে। যে মূল রাস্তাগুলি গতকাল চালু করা হয় সেগুলি হল ১) জামুগুড়ি রোড থেকে স্টেট হাইওয়ে অবধি পাকা রাস্তা এবং ২) কুঞ্জিদাহ হাটিকং কলেজ রোড। এছারাও এই অনুষ্ঠানে একটি কমিউনিটি ভবনেরও উদ্বোধন করা হয়।

সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!