ডুয়ার্সে অবৈধ বালু পাথর পাচার রুখতে গিয়ে আক্রান্ত হলেন আধিকারিক ও কর্মীরা
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, বানারহাট, ২৯শে অগাস্ট, ২০২০: ডুয়ার্সের আংরাভাসা নদী থেকে অবৈধ ভাবে বালু পাথর পাচার হওয়া রুখতে গিয়ে আক্রান্ত হলেন ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের আধিকারিক ও কর্মীরা। শুক্রবার দুপুরে সাঁকোয়াঝোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধীরেনদোকান সংলগ্ন আংরাভাসা নদীতে বালুপাচার রুখতে অভিযান চলাকালীন ঘটনাটি ঘটে। ঘটনায় ধূপগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রসেনজিৎ ভট্টাচার্য আহত হন। অভিযান চলাকালীন প্রায় একশো জন স্থানীয় তাদের উপর হামলা চালায় এবং প্রায় এক ঘন্টা তাদের ঘেরাও করে রাখেন বলে অভিযোগ। আংরাভাসা নদী থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ দীর্ঘদিন থেকেই আসছিল। বালি পাচার রুখতে অভিযান করতে গিয়ে আবারো ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আক্রান্ত হওয়ায় এলাকায় চাঞ্চল্য। দুই মাস আগে ওই একারারই ডুডুয়া নদীতে বালুপাচার রুখতে অভিযানে গিয়ে বনকর্মীরা আক্রান্ত হয়েছিলেন। এদিন দপ্তরের কর্মীরা অভিযানে গিয়ে দুটি বালু বোঝাই ট্রাক সহ একজনকে আটক করতে সক্ষম হলেও স্থানীয়দের বাঁধার মুখে গাড়ি সহ তাদের ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশের সহায়তায় তারা সেই এলাকা থেকে চলে আসেন। এই ঘটনায় ধূপগুড়ির থানায় ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক লিখিত অভিযোগ জানাবে বলে জানা গিয়েছে। ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের আধিকারিক প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন এদিনের হামলার ঘটনায় তিনি হাতে চোট পেয়েছেন। তাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে তাদের আটক করা গাড়ি ও অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে গিয়েছে গ্রামবাসীরা। তিনি বলেন এই বিষয়ে শনিবার ধূপগুড়ি থানায় দপ্তরের পক্ষ থেকে অভিযোগ দায়ার করা হবে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)