হকি সম্রাট ধ্যানচাঁদের ১১৬তম জন্মদিবস পালিত হল শিলিগুড়িতে
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২৯শে অগাস্ট, ২০২০: আজ ভারতীয় হকি এবং খেলাধুলার ইতিহাসের অন্যতম সেরা হকি খেলোয়াড় ধ্যানচাঁদ এর জন্মদিন। ভারত সরকার এই দিনটিকে ন্যাশনাল স্পোর্টস ডে বা জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেছে। তিনি তিনটি অলিম্পিক স্বর্ণপদক অর্জনের পাশাপাশি তাঁর অসাধারণ গোল-স্কোরিংয়ের জন্যও পরিচিত ছিলেন, ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালে, ভারত এমন একটি যুগে প্রবেশ করেছিল যেখানে ফিল্ড হকি প্রাধান্য পেয়েছিল। হকি খেলোয়াড় ধ্যানচাঁদের প্রভাব হকি জয়ের বাইরেও প্রসারিত হয়েছিল। ভারত ১৯২৮ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত আটটি অলিম্পিকের মধ্যে সাতটিতে ফিল্ড হকি ইভেন্ট জিতেছিল। এই উপলক্ষে আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের ‘ক্রীড়াদীপ্তি’ এর সামনে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স সংস্থা কেক কেটে হকি খেলোয়াড় ধ্যানচাঁদের ১১৬ তম জন্মদিন পালন করল। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শ্রী মনোজ ভার্মা, সম্পাদক শ্রী কৌশিক ঘোষ, শ্রী রাজকমল প্রসাদ, শ্রী রামচন্দ্র ঠাকু, শ্রী অর্ঘ দত্ত প্রমুখ। এই বিষয়ে সংস্থার সভাপতি শ্রী মনোজ ভার্মা আশা রাখেন যে পরের বছর দিনটি আরো বড় করে পালন করা হবে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)