জামালদহে সামান্য হাওয়ায় রেললাইনে বিশাল গাছ উপরেও রক্ষা পেল ট্রেন

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকটা, ৫ই মার্চ, ২০১৯: হালকা ঝড় হাওয়ায় রেল লাইনে হঠাৎ করে উপরে পড়ে একটি বিশাল গাছ। তবে, গ্রামবাসিদের তৎপরতায় রক্ষা পেলো এক বড় দুর্ঘটনা৷ ঘটনাস্থল থেকে তড়িঘড়ি খবর দেওয়া হয় স্টেশন ম্যনেজারকে৷ গ্রামবাসিদের সহযোগিতায় গাছটি কেটে কোন রকমে সরিয়ে ফেলা হয়৷ ঘটনাটি ঘটে কুচবিহারের মেখলঈগঞ্জের ১৫৭ জামালদহের চিতিয়াডাঙা এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে বিকেল চারটে নাগাদ অল্প ঝড়ে রেললাইনের পাশের একটি বিশাল গাছ রেললাইনেই উপরে পড়ে৷ এলাকাটি জনশূন্য হওয়ার দরুন প্রায় আধঘন্টা ধরে কারও নজরে আসেনি৷ দুই তিনজন দেখতে পান বিশালাকার গাছটি পুরো রেললাইন কে ঢেকে রেখেছে৷ বাসিন্দারা ছুটে এসে গাছ সরানোর চেষ্টা করে৷ খবর দেওয়া হয় ক্রসিং সিগনাল ম্যান সহ জামালদহ – গোপালপুর রেল স্টেশনে৷ খবর পেয়েই তড়িঘড়ি মাঝ পথে থামিয়ে রাখা হয় বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন৷ স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে আর মাত্র দশমিনিট দেড়ি হলেই আজ বড় বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। জামালদহ – গোপালপুর রেলস্টেশনের এক আধিকারিক জানান “খবর পেয়েই আমরা দ্রূত পদক্ষেপ নিয়েছি৷” স্থানীয় বাসিন্দা সুজন রায়, বিজয় বর্মন জানিয়েছেন “বিপদজনক ভাবে এরকম অনেক গাছ এমন রেললাইনের ধারে রয়েছে৷ রেল প্রশাসনের সেগুলো লক্ষ্য রাখা দরকার”৷

টি.এন.আই সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!