ময়নাগুড়িতে শুরু হল শতাব্দী প্রাচীন জল্পেশ মেলা
মামনি সিংহ রায় (টি.এন.আই ধুপগুড়ি/ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা বালুরঘাট
বাংলাডেস্ক, টি.এন.আই, ময়নাগুড়ি, ৪ঠা মার্চ, ২০১৯: আজ থেকে শুরু শতাব্দী প্রাচীন জল্পেশ মেলা। ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে সমস্ত স্টল এসে গেছে। নাগরদোলা, ছোটদের ট্রেন চলে এসেছে। মেলার মাঠ থেকে মন্দিরে যাবার বাশের সাকো তৈরি হয়ে গেছে। মন্দিরে ২৮টি সিসি টিভি ক্যমেরা বসানো হয়েছে।
মেলা উপলক্ষে মেলার কয়েক দিন থাকবে উওরবঙ্গের প্রানের গান। সমগ্র মন্দির আলোকসজ্জায় সেজে উঠেছে। শতাব্দী প্রাচীন এই মেলায় প্রতি বছর লক্ষাধিক লোকের সমাগমের হয়। এবছরেও রেকর্ড ভক্তের সমাগম হবে এই মেলায় বলে আসা সকলের।
ছবি: মামনি সিংহ রায় (টি.এন.আই)
Facebook Comments