তৃনমূলের প্রাইভেট শিক্ষক সমিতির পক্ষ থেকে ৪ দফা দাবীর স্মারকলিপি জমা করা হয়
আর সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা বালুরঘাট
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২২শে ফেব্রুয়ারি, ২০১৯: আজ শিলিগুড়ির সর্ব শিক্ষা মিশনের শিলিগুড়ির শিক্ষা জেলার জেলা প্রকল্প আধিকারিকের কাছে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের (ডাব্লু.বি.পি.টি.এস.টি.এ) পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা করেন। এই স্মারকলিপিতে যে কটা বিষয় নিয়ে দাবী জানানো হয়েছে সে গুলি হল যে ডি.আই.এস.ই কোড প্রকাশিত হয় সেখানে যাতে প্রাইভেট স্কুল শিক্ষকদের নামও তুলতে হবে। সব প্রাইভেট স্কুলগুলো যেন ডি.আই.এস.’র নিয়ম অনুযায়ী স্কুলে সময়ানুবর্তীতা প্রচলন শুরু করে। সেই মত ডি.আই.এস.’র নিয়ম অনুযায়ী সব প্রাইভেট স্কুলগুলো যেন শিক্ষক এবং স্কুলের ছুটি নির্ধারণ করে। শিলিগুড়ির সব প্রাইভেট স্কুলগুলো যেন নিজেদের স্কুলের পরিকাঠামোগত সমস্ত সঠিক তথ্য ডি.আই.এস.ই কোডে নথিভুক্ত করার জন্যে জমা দেয়। এই স্মারকলিপি জমা দেবার সময় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক শ্রী রঘুবংশ সিং এবং শ্রীমতী নিলিমা কুজুর।
ছবি: ডাব্লু.বি.পি.টি.এস.টি.এ