ইসলামপুরের শীতলপুর রোডে ট্র্যাক্টরের তলায় পিষ্ট ছাত্র, এলাকায় চাঞ্চল্য
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯: ইসলামপুর থানার শিতলপুর রোডে সিমেন্ট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বাড়ি থেকে বাজারের উদ্যেশ্যে সাইকেলে চেপে বেড়িয়ে ইসলামপুর থানার শিতলপুর রোডে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় এক পঞ্চম শ্রেণীর ছাত্রের। গুরুতর জখম ছাত্রকে স্থানীয়রা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম মোহাম্মদ কাসিম বয়স ১২। বাড়ি বিহারের কালাকচু এলাকায়। মৃত্যুর খবর পেতেই পরিবারের সদস্যদের পাশাপাশি কালাকচু গ্রামের মানুষের ভিড় হাসপাতালে উপচে পড়ে। কান্নায় ভেঙে পড়েন পড়ুয়ার বাবা-মা। দুর্ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টরটিকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)