প্রথম ডিভিশন ক্রিকেটে এন.বি.এস.টি.সি কে ৯ উইকেটে হারাল রামকৃষ্ণ ক্লাব
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১২ই ফেব্রুয়ারি, ২০১৯: গতকাল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পরিচালনায় ২০১৮-১৯ শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রথম ডিভিশন ক্রিকেট লীগের খেলায় আজ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ এবং এন.বি.এস.টি.সি। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এন.বি.এস.টি.সি। সেই মোতাবেক এন.বি.এস.টি.সি প্রথমে ব্যাট করে ২৮.৪ ওভারে সব উইকেটের বিনিময়ে মাত্র ৮২ রান তুলতে সক্ষম হয়। এন.বি.এস.টি.সি’র হয়ে উল্ল্যেখযোগ্য রান করে রাজু মণ্ডল (২২)। শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ’র হয়ে ৩ উইকেট পান অজয় মাহাতো। এরপর ৮৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ। মাত্র ১১.২ ওভারেই ১ উইকেট হাড়িয়ে শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ জয়ের লক্ষ্যমাত্রা পূর্ণ করে। শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ’র হয়ে সর্বোচ্চ ২৫ রান করে শিবাজিত সাহা। যথারীতি শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ আজকের খেলায়া ৯ উইকেটে জয়লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন এন.বি.এস.টি.সি’র রাজু মন্ডল।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)