সরস্বতী পূজায় কুচবিহারে কুমুদিনী উচ্চবিদ্যালয়ে সাহিত্য পত্রিকা ‘স্বচ্ছতোয়া’র উন্মোচন
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৯: গতকাল সরস্বতী পূজা উপলক্ষ্যে কুচবিহারের এক গ্রামীণ জনপদের বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘স্বচ্ছতোয়া’র চতুর্থ বর্ষ দ্বিতীয় সংখ্যার শুভ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পত্রিকা উন্মোচন করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী বিমল চন্দ্র বর্মন। বিমল বাবু জানান “আমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সম্পুর্ণ নিজ উদ্যোগে যে পত্রিকা প্রকাশ করেছে তা প্রশংসার যোগ্য”। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মলয় কর্মকার সহ অন্যান্য সহ শিক্ষক-শিক্ষিকা এবং পত্রিকার প্রাক্তন সম্পাদক এবং অন্যান্য সদস্যরা। বর্তমান সম্পাদিকা শ্রীমতী রিম্পা সরকার জানান, “সকল শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় এবং কিছু বিজ্ঞাপন দাতার সৌজন্যে আমরা পত্রিকা প্রকাশ করতে পেরেছি। এই উপলক্ষে তাঁদের প্রত্যেক কে ধ্যনবাদ জ্ঞাপন করছি।” বৃষ্টিকে উপেক্ষা করে ‘স্বচ্ছতোয়া’ সাহিত্য পত্রিকার উন্মোচন ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে।
ছবি ও তথ্য: সম্রাট দাস (কুচবিহার)