প্রাথমিক শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবী
টি.এন.আই নিউজ সার্ভিস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৭ই ফেব্রুয়ারি ২০১৯: রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবীতে পুনরায় আন্দোলনের পথে “উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা এন.সি.টি.এ’র নিয়মানুসারে বর্তমানে একজন প্রাথমিক শিক্ষকের নুন্যতম যোগ্যতা ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক এবং ডি.এল. এড। কিন্তু রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা উচ্চমাধ্যমিক যোগ্যতার বেতন কাঠামো থেকে বঞ্চিত হচ্ছেন।
সর্বভারতীয় স্তরে বা ভারতের বেশিরভাগ রাজ্য ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষকের বেতন কাঠামো 9,300-34,800 টাকা, গ্রেড পে 4,200 টাকা। অথচ একই যোগ্যতা সম্পন্ন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো 5,400-25,200 টাকা, গ্রেড পে 2,600 টাকা। ফলে এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা প্রতি মাসে প্রায় 10,000 টাকা কম বেতন পান। সংগঠনের রাজ্য কমিটির সদস্য সৌগত লাহিড়ীর নেতৃত্বে শিলিগুড়ি থেকে এক প্রতিনিধি দল এই বেতন কাঠামো আদায়ের লক্ষ্যে মিছিল ও সমাবেশ এবং শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)