আলিপুরদুয়ারের চা বাগান থেকে উদ্ধার পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ
অরুনাংশু মৈত্র (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, আলিপুরদুয়ার, ৩রা ফেব্রুয়ারি, ২০১৯: আলিপুরদুয়ারের মাদারিহাটের গ্যারগাণ্ডা চা বাগানের ২৪ ও ২৫ নম্বর সেকশনের মাঝামাঝি জায়গা থেকে খাঁচাবন্দী হল একটি পূর্ণবয়ষ্ক চিতাবাঘ। বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাঘটি। লঙ্কাপাড়া রেঞ্জার শ্রী বিশ্বজিৎ বিষয়ী টি.এন.আই কে জানান “লাগাতার একমাস যাবত আমরা পরিশ্রম করে যাচ্ছি চিতাবাঘ ধরার জন্য৷ আজ সকালে গ্যারগাণ্ডা থেকে এই চিতাবাঘটি খাঁচাবন্দী হওয়ায় স্বস্তি ফিরলো বনদপ্তরে”। বর্তমানে চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি রেসকিউ সেণ্টারে নিয়ে যাওয়া হয়েছে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments