ক্যারাটে বেল্ট গ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হল ফালাকাটার টাউন ক্লাবে
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩রা ফেব্রুয়ারি, ২০১৯: জেকেএস সোটোকান রিও ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল, ফালাকাটা ক্যারাটে একাডেমীর বাৎসরিক বেল্ট গ্রেডেসন পরীক্ষা অনুষ্ঠিত হলো ফালাকাটা ইনডোর স্টেডিয়ামে। এখানে ২৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সফল প্রতিযোগীদের সার্টিফিকেট ও বেল্ট প্রদান করা হবে। এই ক্যারাটে বেল্ট গ্রেডেসন পরীক্ষায় ছেলেদের সঙ্গে সমান হারে মেয়েরাও অংশগ্রহণ করে। ফালাকাটা ক্যারাটে একাডেমীর চিফ ইন্সট্রাক্টর সেনসেই দেবাশীষ সিনহা বলেন, এটি একটি মার্শাল, এই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের সাবলম্বী, আত্মবিশ্বাসী, করে তুলতে সক্ষম হবে। এর ফলে শরীর মন দুটি সুস্থ থাকে, এরফলে লেখাপড়ার মনোযোগ বারে শরীরের গঠন সঠিক হয় ও আত্মরক্ষার কৌশল ভালোভাবে শিখতে ও জানতে পারে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)