আজ এস.এম.কে.পি সুপার ডিভিশনে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ৬ উইকেটে জিতল
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৯শে জানুয়ারি, ২০১৯: শিলিগুড়ি মহকুলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ সুপার ডিভিশন ক্রিকেট লীগের খেলায় আজ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন এবং শিলিগুড়ি ওয়াই.এম.এ। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি ওয়াই.এম.এ। সেই মোতাবেক শিলিগুড়ি দেশবন্ধুপাড়া স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান করে। শিলিগুড়ি ওয়াই.এম.এ’র হয়ে উল্লেখযোগ্য রান করে অভয় শঙ্কর সিং (৭৯) এবং তরুণ মিত্তল (৪৫)।শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন’র হয়ে ভাল বল করে প্রতীক সাহা (২ উইকেট)। এরপর ১৭৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন। মাত্র ৩০ ওভারেই মাত্র ৪ উইকেট হাড়িয়ে শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন জয়ের জন্যে রান তুলে ফেলে। শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন’র হয়ে সর্বোচ্চ ৬৯ রান করে নিতিন আগারওয়াল। এছারাও ভাল রান করে মনোজ মল্লিক (৩৬)। যথারীতি শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন আজকের খেলায় ৬ উইকেটে জয়লাভ করে। ম্যান অফ টি ম্যাচ নির্বাচিত হন শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন’র নিতিন আগারওয়াল।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)