মাদারিহাটের জনবসতিতে ঢুকে পড়ল চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসীরা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মাদারিহাট, ২৭শে জানুয়ারি, ২০১৯: চা বলয়ের পর এবার লোকালয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় চিতাবাঘ এর হানা৷ এর ফলে প্রচন্ড আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা। বিগত একমাস ধরে মাদারিহাট ব্লকে গ্যারগাণ্ডা, তুলসিপাড়া, ধুমচিপাড়া এলাকায় চিতাবাঘের হানার খবর উঠে আসছে৷ এবার চিতাবাঘের আনাগোনা দেখা গেল মাদারিহাট লোকালয়ে৷ ঘনবসতিপূর্ণ এলাকা মধ্য মাদারিহাটে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ এলাকার বাসিন্দা মানিক দাসের গোয়াল ঘরে হানা দিয়ে চিতাবাঘটি একটি বাছুর কে টেনে নিয়ে যায়৷ বাছুরের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে মানিক দাসের পরিবারের লোকেরা লক্ষ্য করেন একটি চিতাবাঘ তাদের বাছুর কে টেনে নিয়ে যাচ্ছে৷ চিৎকার করার পর বাছুর টিকে ছেড়ে দেয় চিতাবাঘটি৷ বেশ কিছুক্ষন মানিক দাসের বাড়ির পিছনে বসে থাকে চিতাবাঘটি৷ খবর দেওয়া হয় বনদপ্তরে৷ কিন্ত বনদপ্তর বনকর্মীরা আসার আগেই চিতাবাঘ পালিয়ে যায় এলাকা থেকে। এই ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা৷
ফাইল ছবি