দারিভিটের এখনো স্কুল বন্ধ, পাশাপাশি চলল শুভেন্দুর সভা

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৬ই জানুয়ারি, ২০১৯: এই পরিবারগুলি হত্যা নিয়ে চিন্তিত ভাবিত নয়, এরা আসলে বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছে, আরএসএসের হয়ে কাজ করছে এবং এবিভিপি এদের সামনে খাড়া করে পেছন থেকে লড়াই করছে, রবিবার ইসলামপুরের ধোলাইবস্তিতে ব্রিগেডের প্রস্তুতি সভায় এসে এমনই মন্তব্য করেন উত্তর দিনাজপুরের পর্যবেক্ষক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও শুভেন্দু বলেন, মৃত্যু দুঃখজনক কারো না কারো ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে। আমরা সিআইডি তদন্ত করে উপযুক্ত বাবস্থা নিতে চাই। আমরা পরিবারের পাশে থাকতে চাই। একদিকে বলছেন ক্ষতিপূরণ লাগবে না আবার হাইকোর্টে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের আবেদন করেছেন। ওই পরিবারের যা ক্ষতি হয়েছে তা আর কারো হয়নি। আমরা সমব্যাথিতা জানাতে চাই। পাশাপাশি পরিবহনমন্ত্রী বলেন, একটা ছবি বা একটি গুলির শব্দ বা একটা গুলি চালনার হোয়াটসআপে দেখাতে যদি পারেন আমি মুখ্যমন্ত্রীর কাছে কাছে দোষী পুলিসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন জানাব। শুভেন্দু আরও বলেন, এই পন্ডিতপোতা অঞ্চলে ১১টি সংসদ তৃণমূলের দখলে বাকিগুলিতে বিজেপি টিমটিম করছে, এই অঞ্চল থেকে আগামী লোকসভা নির্বাচনে ৫ হাজার লিড পাবে তৃণমূল, কেউ কিছু করতে পারবে না। এদিনের ব্রিগেড প্রস্তুতি সভায় উপস্থিত উত্তর দিনাজপুরের জেলা সভাপতি অমল আচার্য্য, প্রতিমন্ত্রী গোলাম রব্বানী, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, সহকারী সভাধিপতি ফারহাত বানু, ইসলামপুরের পুর চেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, জেলার পুরচেয়ারম্যানরা, বিধায়করা সহ সমস্ত নেতৃবৃন্দ কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপিকে তীব্র আক্রমন করে। হাই কোর্টের নির্দেশের জেরেই এদিন দারিভিট হাই স্কুল থেকে সরিয়ে দুই কিলোমিটার দূরে ধোলাইবস্তিতে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা করার সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে এদিনও মহকুমা প্রশাসন দারিভিট হাই স্কুল থেকে পোস্টার ব্যানার খোলার বিষয়ে হাই কোর্টের নির্দেশ পালনে ব্যর্থ। এদিন প্রশাসনের কোনও কর্তাকেই দারিভিট হাই স্কুল চত্ত্বরে দেখা যায়নি। যদিও সিবিআই তদন্তের দাবীতে ধরনা মঞ্চে নিহতের পরিবার বর্তমান। নিহত ছাত্রের পিতা নীলকমল সরকার ও বাদল বর্মন বলেন, আমরা মহকুমা শাসককে শর্ত সাপেক্ষে স্কুলের পোস্টার খোলায় সম্মতি দিয়েছি। স্কুল মাঠে ধরনা মঞ্চ থাকবে তাতে কোনও আঘাত করা যাবে না তবেই আমরা স্কুলের পোস্টার খুলতে দেব বলে জানিয়েছি।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!