শিল্প তালুক সংস্কারের কাজের সূচনা হল আজ ফালাকাটাতে
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১লা ফেব্রুয়ারি ২০১৮: ফালাকাটা ব্লকের ধনিরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের অধীন ১৩/৪ নং পার্টে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের অধীন শিল্প তালুকের ভূমি সংস্কারের কাজের সূচনা করলেন ফালাকাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক স্মৃতা সূব্বা, উপস্তিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। মোট সাতটি ধাপে কাজ ৭৫ হাজার শ্রম দিবসে কয়টি হবে। বৃহস্পতিবার প্রথম ধাপের কাজের সূচনা হল এর জন্য মোট শ্রম দিবস ১০৭৩০ ধরা হয়েছে ও এর জন্য আর্থ ব্যয় ধরা হয়েছে ২০৫২২৩০ টাকা। এই কাজ হবে ২০১৭-২০১৮ অর্থ বর্ষে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments