ফালাকাটায় বিদ্যুত ভল্টেজ সমস্যা মেটাতে তৈরি হতে চলেছে ২২০ কেভি সাবষ্টেশন
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৬ই জানুয়ারি, ২০১৯: গতকাল ফালাকাটায় নতুন করে ২২০ কেভি সাব ষ্টেশন এর জন্য ১৮ বিঘা জমির সীমানা নির্দিষ্ট করল ফালাকাটা ব্লক ভূমি রাজস্ব দপ্তর। এর জন্য শনিবার দুপুরে ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক, আলিপুরদুয়ারের এরিয়া ম্যানেজার ও ইঞ্জিনিয়র শ্রী দুলাল পান্ডে, ওয়ার্কাস ইউনিয়ন সভাপতি শ্রী জীবন বল্লভ বিশ্বাস প্রমুখ। এরজন্য প্রথম পর্যায়ে আনুমানিক খরচ ধরা হয়েছে ৭০ কোটি টাকা ও সময় নির্ধারণ করা হয়েছে ১৮ মাস। এই ২২০ কেভি সাব স্টেশন তৈরি হলে ফালাকাটা সহ পার্শবর্তী এলাকার বিদ্যুত্ সমস্যার সমাধান হবে।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments