দারিভিটকাণ্ডে হাইকোর্টের নির্দেশ পালনে ব্যর্থ ইসলামপুর মহকুমা প্রশাসন
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৫ই জানুয়ারি, ২০১৯: হাইকোর্টের নির্দেশ পালনে ব্যর্থ ইসলামপুর মহকুমা প্রশাসন। নিহতের পরিবার ও গ্রামবাসীদের আন্দোলনের চাপে শনিবারও দারিভিট হাই স্কুল থেকে খুললো না পোস্টার। প্রসেস চলছে বলেই দারিভিট ছাড়লেন ইসলামপুরের মহকুমা শাসক মনীশ মিশ্র। জানা গিয়েছে, দারিভিট হাই স্কুলের ৫৬ জন অভিভাবকের দায়ের করা মামলার ভিত্তিতে হাইকোর্ট গত বৃহস্পতিবার স্কুল থেকে পোস্টার খুলে নেওয়ার নির্দেশ দিলেও গতকাল শুক্রবার ইসলামপুরের বিডিও শতদল দত্ত দারিভিটে ধরনা মঞ্চে গিয়ে নিহতের পরিবারকে বুঝিয়ে হাইকোর্টের নির্দেশ পালন করার চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিন শনিবার ইসলামপুরের মহকুমা শাসক মনীশ মিশ্র ও ডেপুটি ম্যাজিস্ট্রেট খুরশেদ আলম দারিভিট ধরনা মঞ্চে গিয়ে নিহতের পরিবারকে হাইকোর্টের নির্দেশে পোস্টার খোলার বিষয়ে জানালে তাঁরা রাজী হয়নি। অন্যদিকে এদিন দারিভিট হাই স্কুলের পড়ুয়ারা সিবিআই তদন্তের দাবীতে মিছিল করে। দারিভিট হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মৌ সরকার বলেন, স্কুলে যদি রবীন্দ্র নজরুলের পোস্টার থাকতে পারে তবে রাজেশ তাপসের পোস্টারও থাকবে কারন তাঁরা উভয়েই শহীদ। আর আমরা আগে কেস করেছি সেই কেসের কিছু হলো না আর দুদিনের কেস কে করলো তাদের রায় চলে আসলো আমরা এই রায় মানিনা। ইসলামপুরের মহকুমা শাসক মনীশ মিশ্র বলেন, হাইকোর্টের নির্দেশ আছে পোস্টার খোলার বিষয়ে ওনাদের বোঝানো হচ্ছে। সব মিলিয়ে বৃহস্পতিবার হাইকোর্ট পোস্টার খোলার বিষয়ে রায় দিলেও শনিবারও তা পালনে ব্যর্থ মহকুমা শাসন।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)