চিতাবাঘ হত্যায় অভিযুক্তদের ছেড়ে দেওয়ায় বীরপাড়ার গ্যেরগাণ্ডা চা বাগানে উত্তেজনা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বীরপাড়া, ২৮শে ডিসেম্বর, ২০১৮: বীরপাড়ার গ্যারগাণ্ডা চা বাগানের দুটি চিতা বাঘের মৃত কাণ্ডে গতকাল রাতেই গ্যরগাণ্ডা চা বাগানের ইস্ট লাইন থেকে দুজনকে আটক করে বনদপ্তর তথ্য প্রমাণ না থাকায় জিঞ্জাসাবাদ করে ছেড়ে দেয় আজ বনদপ্তর। এই ঘটনাকে কেন্দ্র করে গ্যারগাণ্ডা চা বাগানে উত্তেজনা ছড়িয়েছে আজ এর প্রতিবাদে গ্যারগাণ্ডা চা বাগান সমস্ত কাজ বন্ধ ছিল। গতকাল ও গত পরশু গ্যারগাণ্ডা চা বাগান থেকে দুটি পূর্ণবয়স্ক লেপার্ড এর মৃতদেহ উদ্ধার করে বনদপ্তর এবং এই ঘটনা তদন্তে নেমে গতকাল রাতে গ্যারগাণ্ডা চা বাগানের ইস্ট লাইন থেকে আনসেলেম বিলুং ও বেঞ্জামিন খড়িয়া নামক দুজনকে আটক করে বনদপ্তর এবং তাদেরকে জিঞ্জাসাবাদ জন্য কোদালবস্তি রেঞ্জে নিয়ে আসা হয় আজ সকালেই গ্যারগাণ্ডা চা বাগান থেকে কয়েকশো লোকজন ভিড় জমায় কোদালবস্তি রেঞ্জে তাদের বক্তব্য নির্দোষ লোকদের আটক করেছে বনদপ্তর এবং পরবর্তীতে গ্যারগাণ্ডা চা বাগানের কতৃপক্ষ অঞ্জন মাহাতো এলাকার জনপ্রতিনিধি সাথছ বৈঠক করে বনদপ্তর এবং পরবর্তীতে উক্ত দুজনকে ছেড়ে দেয় বনদপ্তর। কোদালবস্তি রেঞ্জার ধীরাজ কামি জানান যে তদন্তে নেমে দুজনকে আটক করা হয়েছিল জিঞ্জাসাবাদ জন্য এবং তথ্য প্রমাণ না থাকার দরুণ ছেড়ে দেওয়া হয়েছে কিন্ত তদন্ত চলবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)