বাবলাতলা অনুর্ধ ১৬ টি২০ টুর্নামেন্টের ফাইনালে চলে গেল দাদাভাই ও অগ্রগামী
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৫শে ডিসেম্বর, ২০১৮: ২৮তম শিলিগুড়ি বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট শিলিগুড়ির কলেজ মাঠে আজকের টি২০ প্রথম সেমি ফাইনালে পরস্পর মুখোমুখি হয় শিলিগুড়ি জাগরণী সংঘ এবং দাদা ভাই স্পোর্টিং ক্লাব। প্রথমে টসে জিতে জাগরণী সংঘ ব্যাত করার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক জাগরণী সংঘ ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০৭ রান করে। জাগরণী সংঘের হয়ে উল্লেখযোগ্য রান করে অভিনন্দন ঝা (৩৪) এবং গিরিজা নন্দ ঝা (৪২)।দাদা ভাই স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল বল করে ঋসভ আগরওয়াল। সে টিমের হয়ে ২টি উইকেট দখল করে। এরপর ১০৮ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে দাদা ভাই স্পোর্টিং ক্লাব। মাত্র ১৭.৩ ওভারেই সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় দাদা ভাই স্পোর্টিং ক্লাব। দাদা ভাই স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল রান করে আদিত্য সিংহ (৪৯)। মাত্র ১ রানের জন্যে অর্ধশত রান হাতছারা হয় তার। জাগরণী সংঘের হয়ে ২টি উইকেট দখল করে দিপক সরকার। যথারীতি দাদা ভাই স্পোর্টিং ক্লাব ৬ উইকেট এ জয় লাভ করে ৬ উইকেটে জয়লাভ প্রথম সেমিফাইনালে জয়লাভ করে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শিলিগুড়ি ক্রিকেট কোচিং সেন্টার কে হারায় অগ্রগামী সংঘ।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)