সারা বাংলা একাংক নাটক প্রতিযোগিতা শুরু হলো ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৫শে ডিসেম্বর, ২০১৮: ফালাকাটা রানার নাট্য সংস্থার ৪৪ তম বর্ষ পূর্তি ও সারা বাংলা একাংক নাটক প্রতিযোগিতা শুরু হলো ফালাকাটা কমিউনিটি হলে চলবে আগামী ২৯শে ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার সকালে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়। এরপর একএক করে চলে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্ক্রীতীক অনুষ্ঠান। সান্ধ্যকালীন অনুষ্ঠানের উদ্বোধন করেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, উপস্তিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, ফালাকাটার বিডিও সুপ্র্তীক মজুমদার, ফালাকাটা থানার আইসি সৌম্যজিত রায়, আলিপুরদুয়ার জেলা পরিষদের কর্মাদক্ষ সন্তোষ বর্মণ প্রমুখ নাট্য ব্যক্তিত্ব। সারা বাংলা একাংক নাটক প্রতিযোগিতার নাট্য দলগুলি হলো কলকাতার এসো নাটক শিখি, শ্রীমঞ্চ, রূপচক্র, কোমল গান্ধার, কলকাতা নাট্য সভা, আঘ্রানের নবান্ন, মাথাভাঙ্গার গিলোটিন, কোচবিহারের স্বপ্ন উড়ান, বর্ধমানের কুশীলব, শিলিগুড়ির থিয়েটার একাডেমি, বহরমপূরের সুহৃদ ও ফালাকাটা রানার নাট্য সংস্থার নিজেদের প্রযোজিত নাটক ইঁদুর কল।
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)