নক্সালবাড়িতে অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সন্মেলন
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৩শে ডিসেম্বর, ২০১৮: আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির-র দার্জিলিং জেলার ২৮তম জেলা সন্মেলন অনুষ্ঠিত হয় নক্সালবাড়ির নন্দ প্রসাদ উচ্চ বিদ্যালয়ে, সন্মেলনের শুরুতে নক্সালবাড়ি বাজারে মিছিল হয় তারপর সন্মেলনে বিভিন্ন দাবীদাওয়া নিয়ে আলোচনা হয়। এই দাবীর মধ্যে রয়েছে যোগ্যতানুসারে বেতনক্রম, ওয়েস্টবেঙ্গল হেল্থ স্কিমে প্রাথমিক শিক্ষকদের অন্তভুক্তি, প্রাথমিক স্কুলগুলোতে ইংরাজী মাধ্যম চালু করা, জেলায় জেলায় প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ পূরণ, অর্থবর্ষের শুরুতেই স্কুল গ্রান্ট ও মেইনটেন্যান্স গ্রান্টের টাকা দেওয়া ইত্যাদি। সভায় এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অধ্যপক তাপস সরকার মহাশয়। এরপর সম্পাদকীয় প্রতিবেদনের ওপরে ৯ জন আলোচনা করে এবং শেষে নতুন জেলা কমিটি গঠিত হয়। এই কমিটিতে প্রধান সদস্যরা হলেন যথাক্রমে সভাপতি শ্রী সংগ্রাম দে দাস, সম্পাদক শ্রী নব চন্দ দেব, কোষাধক্ষ্য শ্রী বিধায়ক দাস প্রমুখ।
ছবি: স্নিগ্ধা সোম (টি.এন.আই)