‘এন্ড্রু ইয়ুল’ গ্রুপের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এ বিজয়ী কারবালা চা বাগান
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১১ই অক্টোবর ২০১৮: চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের সাথে পরিচালন কর্তৃপক্ষের সম্পর্ক মজবুত করতে বানারহাট চা বাগানের ফুটবল ময়দানে শনিবার বিকেলে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্ট। বিগত ২০১১ সাল থেকে লাগাতার এন্ড্রু ইয়ুল গ্রুপের অন্তর্গত চা বাগানগুলির মধ্যে এই ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। এদিনের ফাইনাল ম্যাচে পরস্পর মুখোমুখি হয় চুনাভাটি চা বাগান ও কারবালা চা বাগানের ফুটবল ম্যাচ। নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে খেলা শেষ হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়। ১১-১০ গোলে কারবালা চা বাগান জয়ী হয়।
এন্ড্রু ইয়ুল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার লিওনার্দো জোসেফ স্মিথ বলেন এই ফুটবল টুর্নামেন্ট টি চা বলয়ের অন্যতম পুরানো হলেও তা এক সময়ে বন্ধ হয়ে গিয়েছিল৷ পুনরায় ২০১১ সালে কল্লোল দত্তের উদ্যোগে এই ‘চেয়ারম্যান ফুটবল কাপ’ শুরু হয়। এই বছর ২৭ শে নভেম্বর তিনি দেহত্যাগ করেন। তার স্মৃতির উদ্দেশ্যে টুর্নামেন্টটির নাম বদল করে “কল্লোল দত্ত মেমোরিয়াল কাপ” করা হয়েছে। তিনি আরও বলেন খেলার মাধ্যমে বাগানের সকলের মধ্যে সম্পর্কের ভীত মজবুত করে কর্মসংস্কৃতি গড়ে তুলতেই এই টুর্নামেন্ট এর আয়োজন। ২২শে ডিসেম্বর ২০১৮ শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন এন্ড্রু ইয়ুল গ্রুপের চেয়ারম্যান দেবাশিষ জানা, জেনারেল ম্যানেজার চন্দন বোরা, গ্রুপের অন্তর্গত বিভিন্ন চা বাগানের ম্যানেজার ও পরিচালন কর্তৃপক্ষের অনেকে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)