ফালাকাটায় রেল জমিতে বেআইনি বেদখল বসবাকারীদের পাশে দাঁড়াল পঞ্চায়েত প্রতিনিধিরা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২২শে ডিসেম্বর, ২০১৮: ফালাকাটার গোপ নগরে রেল দপ্তরের উদ্যোগে ডবল লাইনের কাজ শুরু হয়েছে। রেলের জমিতে বহু মানুষ দীর্ঘ দিন ধরে বসবাস করছেন। রেল দপ্তরের নোটিশ পেয়ে জায়গা ছেরে দিতে বাধ্য হচ্ছে বসবাকারী মানুষজন। অনেকেই গ্রামে জমি কিনেছেন। তবে গরিব অসহায় মানুষের পক্ষে জমি কেনা সম্ভব নয়। সাত দিনের মধ্যে জায়গা খালি না করিলে রেল দপ্তর বাড়ী ভেঙে দিবে বলে জানিয়েছে। এই ব্যাপারে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন ফালাকাটা ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্না ভট্টাচার্য। আজ অপর্না ভট্টাচার্যের উদ্দোগে উদ্বাস্তু জমিহারা মানুষদের ত্রিপাল দেওয়া হয়। এই সময়ে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, প্রধান অপর্না ভট্টাচার্য, প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পাচু গোপাল সাহা, রতন বর্ধন, নর্থবেঙ্গল সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক নারায়ণ বিশ্বাস এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগন। প্রধান অপর্না ভট্টাচার্য বলেন যে উন্নয়নের স্বার্থে রেলের জমি ছেড়ে দিতেই হবে সকলকে। যারা জমি বাড়ী হারিয়েছে তাদের সাহায্য করা হবে গ্রাম পঞ্চায়েত থেকে।তাছাড়া রেল লাইন তৈরির কাজে যাহাতে এদের কাজ দেওয়া যায় সে ব্যাপারে রেল আধিকারিকদের সাথে কথা বলবেন। একশো দিনের কাজ ও দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত এর মাধ্যমে। স্পেসাল জিয়ারের ব্যবস্থা করবেন বলে জনিয়েছেন প্রধান।ফালাকাটার বিধায়ক বলেন যে বাস্তুহারাদের ব্যপারে মূখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন যাহাতে সরকারী ভাবে সাহায্য করা যায়। ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা বলেন যে অসহায় বাস্ত্তু হারা মানুষের পাশে আছি। এদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)