ইসলামপুর ক্রিকেট লীগে জিতল আইডিয়াল এবং মিলনপল্লী ইলেভেন স্টার
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২০ই ডিসেম্বর, ২০১৮: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুবোধ সেন স্মৃতি চ্যাম্পিয়ন ও যোগেন চৌধুরী স্মৃতি রানার্সআপ ক্রিকেট লীগ টুর্নামেন্টের বৃহস্পতিবারের দুটি খেলায় ইসলামপুর হাই স্কুল মাঠে অংশগ্রহণ করে আইডিয়াল বনাম সঙ্ঘশ্রী এবং এভারগ্রীন বনাম মিলনপল্লী ইলেভেন স্টার ক্লাব। দিনের প্রথম খেলায় সাকিরের ৪১ বলে ৬৪ ও সাদ্দামের ১৯ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২২১ রান সংগ্ৰহ করে আইডিয়াল। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৫১ রানে গুটিয়ে যায় সঙ্ঘশ্রী ক্লাব। ৭০ রানে জয়ী হয় আইডিয়াল। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩১রান সংগ্ৰহ করে এভারগ্রীন। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মিলনপল্লী ইলেভেন স্টার।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)