দারিভিট স্কুল মাঠে শুভেন্দুর সভা হলে কালা দিবস পালন করা হবে: নিহতের পরিবার
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৯ই ডিসেম্বর, ২০১৮: দাড়িভিটকাণ্ডে নিহতের পরিবারের সাফ হুঁশিয়ারি স্কুল মাঠে শুভেন্দুর সভা হলে কালা দিবস পালন করা হবে। পাশাপাশি তৃণমূল কেন কোন রাজনৈতিক দলকেই স্কুল মাঠে সভা করতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত সিবিআই তদন্তের দাবি না মানা হবে। বুধবার দাড়িভিট হাই স্কুলের সামনে নিহত পরিবারের সিবিআই তদন্তের দাবিতে ধরনা মঞ্চ থেকে এমনই মন্তব্য করেন নিহত ছাত্র তাপস বর্মনের মা মঞ্জু বর্মন। জানা গিয়েছে, এদিন দাড়িভিট হাই স্কুলের শিক্ষকরা স্কুলে ঢুকলে নিহতের পরিবার তাদের সাথে দেখা করেন এবং গতকালকের পোস্টার ফ্লেক্স স্কুলের সামনে থেকে উধাও হওয়ার বিষয়টিতে ফের শিক্ষকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন নিহতের পরিবারের সদস্যরা। অন্যদিকে দাড়িভিট হাই স্কুলের মাঠে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সম্প্রতি দারিভিট হাই স্কুলের মাঠে নিহত ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের নামে বিজেপির রথ রাখা নিয়ে প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিল নিহত দুই ছাত্রের বাবা। প্রশাসনের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। সম্ভবত সেই আক্রোশেই রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা করতে না দেওয়ার হুমকি নিহতের পরিবারের। যদিও মঞ্জু বর্মন বলেন, আমরা স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছিলাম পোস্টারের বিষয় তারা কিছুই জানেন না। প্রশাসনের সাথে এ বিষয়ে কথা হলে প্রশাসন বলেছে পোস্টার চুরি হয়ে গিয়েছে আপনারা নতুন পোস্টার লাগিয়ে নিন। আর যদি জানেন নাম বলেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে রাতের অন্ধকারে তৃণমূলের লোকেরাই স্কুলের সামনে থেকে পোষ্টার ছিঁড়ে নিয়ে গিয়েছে। তাই শুধু তৃণমূল বিজেপি কেন সিবিআই তদন্ত না পাওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দলকেই স্কুল মাঠে সভা করতে দেওয়া যাবে না। ইসলামপুরের পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, তৃণমূল পোস্টার ছেঁড়া বা পোস্টার চুরি করার রাজনীতি করে না। আমরা উপযুক্ত অনুমতি নিয়েই দাড়িভিট হাই স্কুলের মাঠে সভা করব। সভা করতে না দিলে সেটা প্রশাসনের ব্যাপার প্রশাসন বুঝবে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)