করনদিঘিতে ঘন কুয়াশার কারণে বাস দুর্ঘটনায় আহত ৫০

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, করণদিঘি, ১৯ই ডিসেম্বর, ২০১৮: ঘন কুয়াশার কারণে করণদিঘি থানার তিতিপুকুর এলাকায় ৫০ জনের অধিক বাস যাত্রী আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, উওর দিনাজপুর জেলার করণদিঘি থানার তিতিপুকুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পোড়ামনি সেতুর কাছে কলকাতা নবদ্ধীপ থেকে শিলিগুড়ি যাওয়ার সময় রাত প্রায় ২ টা নাগাদ ঘন কুয়াশায় জেরে বাস চালক রাস্তা বুঝতে না পারার কারণে গাড়ি খালে পড়ে যায়। বাসে প্রায় ৬০জন যাত্রী ছিলো। গভীর রাত হয়ে যাওয়ার কারণে অধিকাংশ যাত্রী বাসে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে প্রায় ৫০জন আহত হয়। তাদের মধ্যে ৬জন গুরুত্বর আহত রয়েছেন। বাস দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করণদিঘী থানার পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে করণদিঘী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত যাত্রীদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। করনদিঘি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ বাসটিকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!