কালচিনির হাসিমারাতে মৌমাছির কামড়ে আক্রান্ত প্রাথমিক বিদ্যািলয়ের শিশুরা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, কালচিনি, ১৮ই ডিসেম্বর, ২০১৮: মৌমাছির ভয়ে মিড ডে মিলের রাঁধুনিরা আতঙ্কে স্কুলে আসছে না৷ শিকিয়ে উঠছে পড়াশোনা। ঘটনা কালচিনি ব্লকের নিউ হাসিমারা শিশু বিদ্যা মন্দিরের। বিদ্যালয়ে সামনে গাছে ও স্কুল বাড়িতে বেশ কয়েকটি মৌমাছির চাক বেধেছে৷ কাক এসে অনবরত এই মৌমাছি চাকে ঠোকর দিচ্ছে, এতে প্রচুর মৌমাছি উড়ে এসে স্কুলে ঢুকে স্কুলের ছাত্র ছাত্রীদের কামড় দিচ্ছে৷ বেশ কয়েকদিন থেকে চলছে এই ঘটনা৷ স্কুলের বেশ কয়েকজন ছাত্র মৌমাছি কামড়ে মারাত্মক ভাবে আক্রান্ত হয়েছে৷ মৌমাছি কামড় থেকে রেহাই পায়নি মিড ডে মিলের রাধুনিরাও৷ ভয়ে আতঙ্কে স্কুলে আসছে না রাধুনি সহ শিশুরা। জনৈক স্কুলের শিক্ষক জানান “আমরা এখন দরজা জানলা বন্ধ করে ক্লাস নিচ্ছি৷ স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা কমছে”৷ টি.এন.আই এর কাছ থেকে এই খবর শুনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্রী অনুপ চক্রবর্ত্তী মৌচাক ভেঙ্গে ফেলানর ব্যবস্হা গ্রহনের আশ্বাস দিয়েছেন৷