ফালাকাটায় অনুষ্ঠিত হল ১৪ তম আন্তর্জাতিক সমাজ সংযোগচলচিত্র সন্মেলন – ২০১৮
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৭ই ডিসেম্বর, ২০১৮: পশ্চিমবঙ্গ সরকারের রূপকলা কেন্দ্রের সিনেমা এবং সমাজ সংযোগ কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি দপ্তর অয়োজিত ও আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যাবস্থাপনায় ১৪ তম আন্তর্জাতিক সমাজ সংযোগচলচিত্র সন্মেলন – ২০১৮, অনুষ্ঠিত হলো ফালাকাটা কমিউনিটি হলে। এর উদ্বোধন করেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, আলিপুরদুয়ার জেলা পরিষদের কৃষি সেচ সমবায় স্থায়ী সমিতির কর্মাধক্ষ সন্তোষ বর্মণ, শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধক্ষ শেফালী বর্মণ নট্ট, আলোচক হিসাবে উপস্তিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ রণেশ চন্দ্র রায় তালুকদার, আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিপ্রিয়ানুয বাস্কে প্রমুখ।
এই ১৪ তম আন্তর্জাতিক সমাজ সংযোগচলচিত্র সন্মেলনে সমাস সচেতনা মূলক ও রাজ্য সরকারের জনকল্যাণ মূলক ও উন্নয়ন মূলক দুটি সিনেমা প্রদর্শিত হয়। এই সিনেমা দুটি হলো প্রতিবাদ ও ইনসাইডার। এই সিনেমা দুটিতে দেখানো হয় বাল্য বিবাহ, কন্যা শ্রী র মতন সামাজিক দিক। আলোচক রণেশ চন্দ্র রায় তালুকদার আলোচনা করেন সোশাল মিডিয়ার বিভিন্ন সুফল ও কু প্রভাব নিয়ে। সোশাল মিডিয়ার মাধ্যমে কোন প্রকার বিভ্রান্ত মূলক ও বিকৃত কিছু পোষ্ট করলে তোর জন্য কিকি আইনি ব্যাবস্থা হতে পারে এবং এর ফলে সমাজের উপর যে কু প্রভাব পড়বে তার দিকে আলোকপাত করেন ও এর থেকে বিরত থাকার পরামর্স দেন। উদ্বোধোক বিধায়ক অনিল অধিকারী তার ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন। এবং এতদ্ অঞ্চলের নির্মিত সিনেমার ভূয়সী প্রশংসা করেন। আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিপ্রিয়ানুয বাস্কে তার স্বাগত ভাষণে সকলকে সম্ভাষণ জানিয়ে এর উদ্দ্যেশ্য তুলে ধরেন।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)