ফালাকাটায় বাস দুর্ঘটনা, আহত দুই, একজন আশঙ্কাজনক
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৬ই ডিসেম্বর, ২০১৮: ফালাকাটায় দুর্ঘটনাগ্রস্ত হল এক বেসরকারি যাত্রীবাহী বাস। এর জেরে ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ধূপগুড়ি মোড়ে। যাত্রীবাহী বাসটি আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি একটি টোটো কে বাঁচাতে গীতে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে পালটি হয়ে যায়।
এর ফলে গাড়ির দুজন কর্মী গুরুতর আহত হয় এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রীরা সকলেই আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেককে বাইরে রেফার করা হয়েছে বাকিদের ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতলে চিকিত্সাধীন। ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়ক সম্পসারনের কাজ চলা সত্যেও ওয়ার্কিং প্রগ্রেস এর কোন বোর্ড লাগানো নেই, কাজ চলছে ধীর গতিতে এই গুরুত্বপূর্ণ মোড়ে নেই কোন ট্রাফিক। সার্ভিস লেন দখল হয়ে থাকায় এই রকম দুর্ঘটনা নিত্যসঙ্গী। এই নিয়ে ক্ষোভ রয়েছে জনগণের মধ্যে। ঘটনা স্থলে ফালাকাটা থানার পুলিশ এসে পরিস্থিতি আয়ত্বে আনে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)