এবার ‘পঞ্চায়েতের প্রশাসন’ ফালাকাটায় অনুষ্ঠিত হল
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই ডিসেম্বর, ২০১৮: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় এসে জনগণের কাজের সুবিধার্তে প্রশাসনকে জনগণের দরজায় নিয়ে গিয়েছে। তারই অঙ্গ হিসাবে আপনার পঞ্চায়েতে প্রশাসন নিয়ে হাজির ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। রাইচেঙ্গা প্রাথমিক স্কুলে পঞ্চায়েতের সকল দপ্তর একই ছাদের তলায় নিয়ে এসে অনুষ্ঠিত হলো আপনার পঞ্চায়েতে প্রশাসন। এখানে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মুরগী বিতরণ, বিভিন্ন প্রকার লোন, সাস্থ্য কার্ড প্রভৃতি সকল দপ্তর একই ছাতার তলায় নিয়ে হাজির জনগণের দোরগোড়ায়। অঞ্চলের প্রত্নতত্ত্ব এলাকার জনগণ একটি কাজ করতে আসতে হতো বহু পথ পেরিয়ে অঞ্চল অফিসে তার ফলে সময় ও দিন দুই নষ্ট হতো। এর ফলে সবকিছু হাতের কাছে পেয়ে এলাকার জনগণ। এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, প্রধান অপর্ণা ভট্টাচার্য্য, জিলা পরিষদের কর্মাদক্ষ সন্তোষ বর্মণ, ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতর সকল পঞ্চায়েত সদস্য ও আধিকারিক গণ।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)