বিয়ের প্রস্তাব খারিজ করাতে নাবালিকা বোন কে অপহরণ মেখলীগঞ্জে
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ১০ই ডিসেম্বর, ২০১৮: মেখলীগঞ্জের ভোটবাড়ির এক অষ্টম শ্রেনীর নাবালিকা ছাত্রীকে অপহরণ করলো চার দুষ্কৃতি৷ সুত্রে জানা গেছে দিদি বিয়েতে রাজি না হওয়ায় অসুস্থ বোনকে অপহরণ করে দিদিকে রাজি করানোর চেষ্টা করল চার জন দুস্কৃতী। গত ছয়ই ডিসেম্বর কন্যাশ্রীর টাকা তার ব্যাংকের খাতায় ঢুকেছে কিনা সেটা দেখতে গিয়েই রাস্তা থেকে দুস্কৃতীরা তাকে অপহরণ করে বলে অভিযোগ। এরপর, রাত পর্যন্ত কিশোরী বাড়ি ফেরেনি৷ রাতের বেলা কিশোরী বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা মেখলীগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। মেখলীগঞ্জ থেকে শিলিগুড়ি হয়ে মালদার দিকে নিয়ে যাওয়া হয় ওই নাবালিকা কিশোরীকে৷ গত বৃহস্পতিবার রাতে বেলা মালদা স্টেশনে ঢোকার মুখে অপহৃত ওই কিশোরী সহযাত্রী এক মহিলাকে বিষয়টি খুলে বলে৷ সেই সময় ওই মহিলার সহযোগিতায় জিআরপি ওই কিশোরী উদ্ধার করে। অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে মহিলা হোমে রাখা হয়৷ এরপর, সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। ওই সময় ছুটে যান মেখলীগঞ্জ পুলিশ এবং ওই নাবালিকার পরিবারের লোকজন৷ পরিবার সুত্রে জানা গেছে বিভিন্ন মোবাইল থেকে পরিবারের লোকেদের রাজি করানোর জন্য প্রায়ই হুমকি দিচ্ছিলেন দুস্কৃতীরা। অভিযোগ, অপহরনের সময় ওই ছাত্রীকে মারধোর করা হয়৷ এরপর শারীরিক এবং মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন ওই কিশোরী৷ পিন্টু শেখ নামে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। বাকি দুষ্কৃতিদের নাম জানা এখনো সম্ভব হয়নি৷ কিশোরীর দিদি জানান – “একটি রং নম্বর থেকে কল আসতো, আমাকে বিয়ের প্রস্তাব দেওয়া হতো, এমনকি বিয়ে করতে রাজি নই বলে হুমকি দিতো। যেদিন বোন নিখোঁজ হয়ে সেদিন থেকেই আমার মোবাইলে ফোন আসে৷ ফোনে বিয়ের প্রস্তাব দেওয়া হয়”৷ পুলিশ সুত্রে জানা গেছে আগামীকাল বাড়িতে আনা হবে ওই কিশোরীকে৷ পুরো ঘটনার তদন্ত করছে মেখলীগঞ্জ থানার পুলিশ৷
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)