অসহায় আদিবাসী পরিবারের সদস্যের পাশে দাঁড়ালেন বিনয় মুর্মু
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১০ই ডিসেম্বর ২০১৮: চা বাগানের শ্রমিক মজদুর শ্রেণী আজও অবহেলিত। আর্থিক অনটন ও দুর্দশায় দিন কাটায় অসংখ্য পরিবার। এরকমই এক অসহায় পরিবারের এক সদস্যের দায়িত্ব নিলো অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির কোর কমিটির সদস্য বিনয় মুর্মু। জানা গিয়েছে তিনি ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বড় লাইনের কমলা তাঁতির সংসারের দায়িত্ব নিলেন। বিনয় বাবু বলেন, ‘এই শ্রমিকের দুরবস্থা দেখে আমার চোখ ভরে এল । আমি কমলা দেবীকে তাঁতের সারি ও ২৫ কেজি চাল সহ আনুষঙ্গিক জিনিস দিলাম। প্রতি মাসে ওনাকে ২৫ কেজি করে চাল ও অন্যান্য সামগ্রী দিয়ে যাব। আমি আশাবাদী আমার মতো কোন সহৃদয় ব্যক্তি এধরনের কোন দরিদ্র অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে । আমি আমার সাধ্য মতো জনগণের সেবা করতে পারি সেই প্রার্থনা করি।’
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)