মেখলীগঞ্জে আজ পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ৩রা ডিসেম্বর, ২০১৮: প্রতিবছর ৩রা ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে রাষ্ট্রসঙ্ঘ তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।
তেমনই কুচবিহারের মেখলীগঞ্জে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস৷ আজ মেখলীগঞ্জের শহরে সর্ব শিক্ষা মিশনের উদ্যোগে এই দিন টিকে পালন করা হয়৷ মোট ৬০ জন প্রতিবন্ধি ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহণ করে৷ প্রতিবন্ধীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য কবিতা পাঠ, আবৃতি চর্চা সহ প্রতিবন্ধী শিশুদের অধিকার নিয়ে একটি মিছিল পরিক্রমা করা হয় মেখলীগঞ্জ শহরে৷ আজকের অনুষ্ঠানে উদ্বোধন করেন মেখলীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী নিয়তি সরকার, উপস্থিত ছিলেন মহকুমা শাসক শ্রী দিব্যনারায়ন চট্টোপাধ্যায়, মেখলীগঞ্জ স্কুল পরিদর্শক সহ অনেকেই৷ প্রতিবন্ধী শিশুদের নিয়ে আবৃতি প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বে ছিলেন শ্রীমতী নমিতা দাস ও শ্রীমতী সোমা বিশ্বাস৷
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)