ডালখোলার মাদ্রাসায় বোমা বিস্ফোরণকে গুজব বলে ওড়ালেন জেলা পুলিশ সুপার
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ডালখোলা, ৩০শে নভেম্বর, ২০১৮: শুক্রবার গভীররাতে ডালখোলা থানার ঝিটকিয়া এলাকার মাদ্রাসায় বোমা বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার এই ঘটনাকে গুজব মন্তব্য করায় ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে তদন্তে নেমেছে ডালখোলা থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার ঝিটকিয়া উত্তর কুনাল গ্রাম এলাকার একটি মসজিদ লাগোয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে ঝিটকিয়া এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মাদ্রাসার পাকা দেওয়ালের বিভিন্ন জায়গায় প্লাস্টার খসে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ঝিটকিয়া উত্তর কুনাল গ্রাম এলাকায়। রাতের অন্ধকার কাটতেই ভীত সন্ত্রস্ত মানুষজন মাদ্রাসা চত্ত্বরে ভিড় জমাতে শুরু করে।
সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ডালখোলা থানার পুলিশ। জেলা সদর থেকে ঘটনাস্থলে পুলিশ কুকুর পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় এপর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, মাদ্রাসার ভেতরে গভীর রাতে এতো বড়ো বোমা বিস্ফোরণের শব্দ হলেও সকালে পুলিশকে খবর দেওয়া হলো কেন? মাদ্রাসার প্রধান শিক্ষক জুনেদ আলম নুমানি বলেন, আমি রাতে জলসায় গিয়েছিলাম, বোমা ফাটার বিষয়ে আমি কিছু জানি না। রাতে মাদ্রাসায় ফিরে বোমা ফাটার ঘটনা জানতে পারি। মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, রাত ১২টা নাগাদ বোমা ফাটার তীব্র আওয়াজ শুনতে পাই। আমার ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় গিয়ে দেখি কিছু সুতলী, টুকরো কাঁচ পড়ে আছে। তখনই ঘটনার বিষয়ে মাদ্রাসার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উত্তর দিনাজপুরের জেলা পুলিশ সুপার সুমিত কুমারকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আপনি কি মসজিদে বোমা বিস্ফোরণের খবর টিভিতে দেখবেন বলে তিনি ফোন কেটে দেন। পরে যদিও পুলিশ সুপার বলেন, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা একটা গুজব।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)