শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে সানরাইজ ম্যারাথন দৌর
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৩শে নভেম্বর, ২০১৮: সানরাইজ ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষথেকে ২৪ নভেম্বর ২০১৮ অর্থাৎ আগামীকাল সকাল ৭টায় শিলিগুড়ির দার্জিলিং মোর থেকে চম্পাসারি দেবীডাঙা পর্যন্ত ৫ কিলোমিটার ম্যারাথন দৌর আয়োজন করেছে। গতকাল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে আয়োজক কমিটির প্রেসিডেন্ট অনুপ তামাং জানিয়েছেন মোট ১৮০ জন উৎসাহী ছাত্র এবং ছাত্রী এই দৌরে অংশগ্রহণ করবে। তিনি আরো জানিয়েছেন যে ম্যারাথন দৌড়ের শুভ উদ্ভোদন করবেন শিলিগুড়ি পুলিশ কমিশানারেটের ট্রাফিক বিভাগের শ্রী সোনাম লামা। ম্যারাথন দৌড়ের পরে স্কুলের শিক্ষক শিক্ষিকারা গাছ লাগাবেন। অনুপ তামাং জানিয়েছেন যে এই ম্যারাথন দৌড়ের মূল উদ্দ্যেশ্য হলো শিলিগুড়ির মানুষের মধ্যে দিন দিন বাড়তে থাকা দূষণের প্রতি একটা সচেতনা তৈরী করা। তিনি প্রতিটি স্কুল কে প্রতি বছর এই দিনটি পালন করবার জন্যে এগিয়ে আসার জন্যে আহ্বান করেন।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)