জলপাইগুড়ি ক্রিকেট লীগে জলপাইগুড়ি দাদাভাই হারাল বেলাকোবা পাবলিককে
প্রনব দাস (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ২৩শে নভেম্বর, ২০১৮: জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮ – ১৯ ক্রিকেট লীগের খেলায় এফ.ইউ.সি. মাঠে আজ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিল বেলাকোবা পাবলিক ক্লাব এবং জলপাইগুড়ি দাদাভাই ক্লাব। এদিন খেলোয়াড়দের সাথে পরিচিতি হন বিনোদ দাস এবং রবি রাউত এবং দাদাভাই ক্লাবের খেলোয়াড়দের টুপি দাওয়া হয় সংশ্লিষ্ট ক্লাবের পক্ষ থেকে। প্রথমে টসে জিতে বেলাকোবা পাবলিক ক্লাব ব্যাট করার সিদ্ধাম্ত নেয় এবং ৩৪.৪ ওভারে, ১৩৯ রানে তাঁরা সবকটি উইকেট হারায়। বেলাকোবার হয়ে সুশোভন বর্মন ২৯ এবং এম.ডি মজিদ ২৪ রান করেন। দাদাভাইয়ের হয়ে সাগর থাপা ৩ এবং সুরজ পাল ২ উইকেট দখল করেন। জবাবে দাদাভাই ব্যাট করতে নেমে ২৮.৩ ওভারে, ৫ উইকেটের বিনিময় ১৪১ করে। দাদাভাইয়ের হয়ে দিগন্ত খান ৩২ এবং শুভম রাউত ৩১ রান করেন। দাদাভাই ৫ উইকেটে জয় লাভ করে। আজকের খেলায় মাঠে নজরকাড়া দর্শকের আগমন হয়।
ছবি ও ভিডিও: প্রনব দাস (টি.এন.আই)