বানারহাটে পেট্রোলের ট্যাংকার দুর্ঘটনাগ্রস্ত
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২০শে অক্টোবর ২০১৮: মঙ্গলবার সকালে বানারহাটে জাতীয় সড়কে পেট্রোল বোঝাই একটি ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও উলটে যাওয়া ট্যাংকার থেকে পুলিশের উপস্থিতিতেই কার্যত লুঠ হতে থাকে পেট্রোল। এলাকার বেশ কিছু বিশিষ্ট ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের ও পাত্র হাতে পেট্রোল সংগ্রহ করতে দেখা যায়। দুর্ঘটনার জেরে ৩১ সি জাতীয় সড়কে তৈরি হয় তীব্র যানজট। এদিন বিকেলে শিলিগুড়ি থেকে একটি খালি ট্যাংকার নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে তেল স্থানান্তরের কাজ শুরু হয়। দুর্ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। এলাকার বিদ্যুতের সংযোগ ছিন্ন করে পুলিশ দুর্ঘটনাস্থল সংলগ্ন বসতির বাশিন্দাদের নিরাপদ দূরত্বে সড়িয়ে দেয়। প্রায় রাত নটা সময় তেল স্থানান্তরের কাজ সম্পূর্ণ হয়ে গেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেনের সাহায্যে তোলার কাজ শুরু হয়। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ জানা না গেলেও ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)