ফালাকাটায় আয়োজিত হল স্বেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শিবির
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৬ই নভেম্বর, ২০১৮: স্বেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে তিনদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো ফালাকাটার একটি হোটেলে। এই শিবিরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১১৪ জন প্রতিনিধি প্রশিক্ষণ নিলেন। এখানে সম্পূর্ণ নিশুল্ক দুদিনের আবাসিক প্রশিক্ষণ ও একদিনের ফিল্ডে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ। ৩ দিনের এই প্রশিক্ষণ শিবির যৌথভাবে আয়োজন করে বিশ্ব যুবক কেন্দ্র ও আর.বি মেমোরিয়াল ট্রাস্ট নামক দুটি সংস্থা। একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে তার সমাজের প্রতি বিভিন্ন জনসেবা মূলক কাজ কি ভাবে করবে তার পরিকল্পনা, ফিল্ড ওয়ার্ক, অডিট প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ হলো। এই প্রশিক্ষণ শিবিরে দিল্লি, রাজস্থান, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারের ছয়জন প্রশিক্ষক এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেন। রাজিব নির্মল, এইচ. পি. বিশ্বাস, সুরেশ বর্মণ ও সাধন দেবনাথ বলেন, সকলে এনজিও খোলে কিন্তু এর সঠিক প্রয়োগ কাজ সমন্ধে সঠিক ধারনা থাকেনা এর জন্য যাতে সঠিক ভাবে জনগণের উপকার করতে পারে ও সমাজ সেবা করতে করতে পারে তার জন্যই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)