প্রশাসনের ডাকা বৈঠকের আগেই নিহতের পরিবারের দারিভিট স্কুল খোলার ঘোষণা
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর ৭ই নভেম্বর, ২০১৮: দাড়িভিট গুলিকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে বুধবার দাড়িভিট বাঁশি মানববন্ধন করে মোমবাতি মিছিল করলো পাশাপাশি এদিনের মোমবাতি মিছিল দাড়িভিট এর ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা হাজির ছিলেন দাড়িভিট এর বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক পরিক্রমা করে নিহত দুই ছাত্রের কবর স্থল শ্মশানে গিয়ে এদিনের মোমবাতি মিছিল শেষ হয় মোমবাতি মিছিল শেষে দাড়িভিট শ্মশানে দাঁড়িয়েই সংবাদমাধ্যমের সামনে স্কুল খোলার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিলেন নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরা আগামীকাল থেকেই দাড়িভিট হাই স্কুলের গেট ছেড়ে মাঠের এক প্রান্তে থেকে নিহত দুই ছাত্রের সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নিহত দুই ছাত্রের পিতা পাশাপাশি দাড়িভিট হাই স্কুলের চাবি এবং দাবি পত্র জেলা শাসকের হাতে তুলে দিতে চান নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরা এদিকে আগামী কাল দাড়িভিট হাই স্কুল খোলার বিষয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন ইসলামপুরের মহকুমাশাসক এই বৈঠকে দাড়িভিট গুলিকাণ্ডে গ্রেফতার নিরপরাধ আট বাসিন্দাকে আগামী ১২ তারিখের আদালতে হাজিরার দিন মুক্তি সহ দাড়িভিট গুলিকাণ্ডে পুলিসের অভিযোগে থাকা স্কুলের বাকি অভিভাবকদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে না বলে দাবি রাখবেন বলে জানিয়েছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন সব মিলিয়ে প্রশাসনের ডাকা সর্বদলীয় বৈঠকের আগেই স্কুল খোলার বিষয়ে দাড়িভিট বাঁশির ইতিবাচক পদক্ষেপ এর আরো একবার রাজ্যে ক্ষমতায় থাকার তৃণমূলকে দাড়িভিট ইস্যুতে পিছিয়ে দিল বলেই মত ওয়াকিবহাল মহলের।
ছবি ও ভিডিও: দীপঙ্কর দে (টি.এন.আই)