কোচবিহারের রানীরহাটে গাঁজা সহ গ্রেপ্তার এক ,আটক মারুতি-ভ্যান
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ৭ই নভেম্বর ২০১৮: কোচবিহার জেলায় লাগাতার অভিযানে গাঁজা উদ্ধার হয়ে চলেছে। কখন সীমান্ত রক্ষী – বিএসএফ , কখনও বা পুলিশি অভিযানে ধরা পড়ছে বিপুল পরিমাণ গাঁজা ৷ উত্তরবঙ্গ জুড়ে গাঁজা পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা৷ এদিন কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাটের গ্রাম্য সড়ক পথে পুলিশের জালে ধরা পরে গাঁজা সহ এক পাচার কারী। যদিও পাচারের সাথে যুক্ত মূল পাণ্ডারা সেই সময় পালিয়ে যায় ৷ তবে পুলিশি নাকা চেকিং গাঁজা উদ্ধারের পাশাপাশি একটি মারুতি-ভ্যান পুলিশ আটক করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে সোমবার দুপুর ১২টা নাগাদ একটি মারুতি ভ্যান মেখলিগঞ্জের সড়ক পথে ময়নাগুড়ি দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মেখলিগঞ্জের রানীরহাটের পুলিশের নাকা চেকিং পয়েন্ট থেকে গাড়িটিকে আটক করে৷ মেখলিগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে তিরিশ কেজি গাঁজা সমেত আটক করা হয় এক ব্যক্তিকে৷ পাচার কৃত গাড়িটিকে ‘সিজ’ করা হয়৷ কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গেছে , উত্তরবঙ্গের কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় গোপনে বিঘার পর বিঘা জমিতে চাষ হচ্ছে গাজা, এমনকি বিভিন্ন নদীর চর সংলগ্ন এলাকায় চলছে মাদক চাষ চক্র ৷ পুলিশি অভিযানে কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে গাঁজার ফসল নষ্ট করা হলেও এখনো অনেক জায়গাতেই অব্যাহত রয়েছে এই চাষ প্রক্রিয়া ৷
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)