বিজেপির সভার অনুমতি বাতিল: হলদিবাড়িতে ট্রাকে দাড়িয়েই সভা করলেন দিলীপ ঘোষ
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, হলদিবাড়ি, ৪ঠা নভেম্বর, ২০১৮: কুচবিহারের হলদিবাড়িতে দিলীপ ঘোষ দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় আঘাত করলেন শাসকদল তৃনমূলকে৷ রবিবার কুচবিহার জেলার হলদিবাড়িতে বিজেপির সভা ছি। সেখানে প্রধাণ বক্তা হিসাবে ছিলেন হেভিওয়েট নেতা তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয়। তিনি এখানে এক তার একপ্রকার নির্বাচনী বক্তব্য রাখেন৷ সূত্রের খবর, এদিন একই এলাকায় শাসকদল তৃনমূল যুব কংগ্রেসেরও একটি সভা ছিল৷ দিলীপ ঘোষের সভার অনুমতি প্রাথমিক ভাবে মিললেও শেষে সভাস্থলের অনুমতি বাতিল করা হয় প্রশাসনের তরফ থেকে৷ শেষমেস সভামঞ্চ না থাকায় প্রকাশ্যেই ট্রাকের ওপর দাঁড়িয়ে সভা করেন তিনি৷ এদিনের সভায় দিলীপ ঘোষ বলেন – “গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃনমূল কংগ্রেস ভোট গুনতে দেয়নি, জোড় করে ছিনিয়ে নিয়েছে পঞ্চায়েত। আগামী লোকসভা নির্বাচনে সেটা জবাব মানুষ দেবে”। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে যেভাবে পুলিশ পরিশ্রম করেছে, সেটা আর করতে হবে না, নির্বাচন সময়ে পুলিশ বিশ্রাম নিতে পারবে…., আগামী লোকসভা নির্বাচনে কুড়িটি আসন বিজেপি জয়ী হয়ে আছে”৷ দিলীপ ঘোষের এই জনসভায় কয়েক হাজার সমর্থক উপস্থিত হয় হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী৷
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)