এবার প্রশাসনকেও স্কুল খুলতে দিল না দাড়িভিট কান্ডের নিহতের পরিবার
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৩রা নভেম্বর, ২০১৮: দাড়িভিট হাইস্কুলের প্রশাসকের দায়িত্বভার পেয়েই স্কুল খোলার আর্জিতে নিহত ছাত্রের পরিবারের সাথে শনিবার দেখা করেন মহকুমা শাসক মনীশ মিশ্র। তবে সিবিআই তদন্তের দাবীতে অনড় নিহতের পরিবার প্রশাসনকে ফিরিয়ে দিল। জানা গিয়েছে, দীর্ঘ দেড় মাস পর আজ ইসলামপুর মহকুমা শাসক তথা দাড়িভিট হাইস্কুলের প্রশাসক মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন। স্কুল চালুর আবেদন নিয়ে এদিন মহকুমা শাসক তাদের বাড়িতে যান। সি বি আই তদন্ত এবং ধৃত আটজনকে নিশর্ত মুক্তির দাবি জানান মৃতের পরিবার।তাদের দাবি পূরন না হওয়া পর্যন্ত স্কুল খুলতে দেবেন না।মহকুমা শাসক তাদের দাবি পূরনের আশ্বাষ দিতে না পাড়ায় স্কুল খোলার বিষয়ে সমস্ত রকমের প্রচেষ্টাই এদিন বিফলে যায়। ফলে ফিরে আসতে হয় প্রশাসনকে। প্রশ্ন উঠছে, প্রশাসকের দায়িত্ত্বভার পেয়েই কেন মনীশ মিশ্র স্কুল খোলার উদ্যোগ নিয়ে দারিভিটে পৌঁছলেন ? মহকুমা শাসকের পদে থেকে কি সেই দায়িত্ব মনীশ মিশ্রের ছিল না? এনিয়েও দারিভিটের বাসিন্দাদের মধ্যে এদিন ক্ষোভ লক্ষ্য করা গেল। উল্লেখ্য, গতকাল দাড়িভিট স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু এবং সহ প্রধান শিক্ষক নুরুল হুদাকে সাসপেন্ড করে রাজ্য শিক্ষা দপ্তর। ভেঙে দেওয়া হয় দারিভিট হাই স্কুলের পরিচালন সমিতি। বিদ্যালয়ে প্রশাসক নিয়োগ করে আগামী ১০ নভেম্বর থেকে স্কুল চালু করার নির্দেশ দেয় রাজ্য শিক্ষা দপ্তর। উত্তর দিনাজপুর জেলা শাসক ইসলামপুর মহকুমা শাসককে দায়িত্ব দেয়। মহকুমা শাসক মনীশ মিশ্র জানিয়েছেন, তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করে স্কুল চালু করার আবেদন জানালেন। মৃতের পরিবারের বেশ কিছু দাবি আছে সেই দাবি উচ্চ পর্যায়ে জানাবেন। রাজেশের বাবা নীলকমল সরকার ও তাপসের মা মঞ্জু বর্মন বলেন, আমাদের দাবি পূরন না হওয়া পর্যন্ত স্কুল খুলতে দেবেন না। মহকুমা শাসক আমাদের কোনও আশ্বাস দিতে না পারায় উনি চলে যান।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)