‘৫০০ টাকার তেলে ভাজার দোকান দিয়েও ৫ কোটি আয় করা যায়’ – মমতা
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ৩০শে অক্টোবর, ২০১৮: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের কুচবিহার সফরের দ্বিতীয় দিনে রাস মেলার মাঠের ভাষণে রীতিমত আক্রমণাত্মক মেজাজে ছিলেন। প্রতিটি বাক্যেই রীতিমত মোদী সরকারকে বারংবার বিঁধে গেলেন তিনি। বেটি বাঁচাও বেটি পড়াও এর নামে বিজ্ঞাপন থেকে পাশের রাজ্যে এনআরসর আড়ালে বাঙালী খেদাও, গুজরাটেও বিহারী ক্ষেদাও নিয়ে মোদী সরকারকে আক্রমণ করলেন। পাশাপাশি তিনি রাজ্যে উন্নয়নের কথাও বলেন। বাঙালী বেকার যুবদের বাড়ি বসে না থেকে সরকারি লোন নিয়ে চায়ের দোকান, তেলেভাজার দোকান খোলার পরামর্ষও দেন। তিনি বলেন “বলেন, “আমার পাড়ায় ছোট্ট ছোট্ট তেলেভাজার দোকান রয়েছে। স্টেজে যেখানে বক্তব্য রাখছি, তার থেকেও ছোটো জায়গা। শুরু করুন না ৫০০ টাকা দিয়ে। চিন্তার কোনও কারণ নেই। একদিন দেখবেন আপনিও ৫ কোটি টাকার ব্যবসা করছেন। নিশ্চয়ই পারবেন। শুধু ইচ্ছা থাকা চাই”। সব মিলিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার রাস মেলা ময়দান থেকে উত্তরবঙ্গে আসন্ন লোকসভা প্রচার শুরু করে দিলেন। এবার দেখার বিষয় বিরোধীরা মুখ্যমন্ত্রীর আজকের কোন বক্তব্য দিয়ে তাকে আক্রমণ করেন।
সংবাদচিত্র