দীপাবলির আগে মৃৎ শিল্পীদের ঘরে চলছে আর্থিক সঙ্কট
প্রণব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে অক্টোবর ২০১৮: সামনে দীপাবলি। আলোর উৎসবে মেতে ওঠার প্রস্তুতি শুরু হয়েছে চারদিকে। তাই শিলিগুড়ি চয়নপাড়া পালপাড়ার মাটি শিল্পী সাধন পাল দিন রাত মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত। চিনের তৈরি সস্তার বিজলীবাতির সাথে অসম লড়াইয়ে হেরে গিয়ে মৃৎ শিল্পীদের ঘরে চলছে তীব্র আর্থিক সঙ্কট। তাদের কিছুটা সহায়তা করতে “একটি প্রয়াস” নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মৃৎ শিল্পীর বাড়িতে গিয়ে তার হাতে তুলে দেওয়া হল ধুতি, চাল, ডাল, মুড়ি, দুধের সহ বেশ কিছু সামগ্রী। মৃৎশিল্পী সাধন পাল বলেন “চিনের আলো ভারতীয় মাটি শিল্পীদের পথে বসিয়ে দিয়েছে।” তাই এই দীপাবলিতে চিনের তৈরি সস্তার আলো বয়কট করার অনুরোধ করেন শিল্পী সাধন পাল। তিনি বলেন “ভারতের দেশীয় প্রদীপ শিল্পীদের আলোয় চলুন আমরা উদ্ভাসিত হই।”
ছবি: প্রণব দাস (টি.এন.আই)